চট্টগ্রাম বিভাগীয় সরকারী কর্মকর্তা
মুহাম্মদ আবদুল্লাহ
ডেপুটি পোস্টমাস্টার জেনারেল।
মোবাইল : 01715301126, ফোন (অফিস) : 031-613284
মোহাম্মদ সাইফুল আলম
মোঃ হানিফ
পরিদর্শক
উত্তর উপ বিভাগ
হাটহাজারী, চট্টগ্রাম-৪৩৩০
সুমিত কান্তি শীল
পরিদর্শক
পটিয়া উপ বিভাগ
পটিয়া, চট্টগ্রাম-৪৩৭০
মোবাঃ01833766804
জুয়েল কান্তি দাস
পরিদর্শক
কেন্দ্রীয় উপ বিভাগ
সীতাকুণ্ড, চট্টগ্রাম।
এক নজরে বিভাগীয় ডিজিটাল পোস্ট অফিস
সিটি ও কেন্দ্রীয় উপ-বিভাগ
ডিজিটাল পোস্ট অফিসের সংখ্যা ৮৯টি।
উত্তর উপ-বিভাগ
ডিজিটাল পোস্ট অফিসের সংখ্যা ৭১টি।
পটিয়া উপ-বিভাগ
ডিজিটাল পোস্ট অফিসের সংখ্যা ৯৪টি।
ডেপুটি পোস্টমাস্টার জেনারেল চট্টগ্রাম বিভাগীয় অফিসের প্রশাসনাধীন ০৪টি উপ বিভাগের মোট 9টি উপজেলায় সর্ব মোট 302 টি ( প্রধান ডাকঘর–২ , টিএসও–৪৭, ইউপিও–৯, ইডিএসও–৯ ,ইডিবিও–২০০টি ) থাকলেও শুধুমাত্র বিভিন্ন উপ ডাকঘর এবং শাখা ডাকঘর সমূহ নিয়ে বর্তমানে ২৫৪ টি পোস্ট ই– সেন্টার (ডিজিটাল পোস্ট অফিস) চালু অছে। অবশিষ্ট ডিজিটাল পোস্টঅফিস গুলোর মধ্যে টিএসওতে মাত্র ৪৭টি অফিসের মধ্যে ০৪টি অফিসের নামে বরাদ্দ রয়েছে। এছাড়া অন্যান্য উপ–ডাকঘর কিংবা শাখা ডাকঘরের ই –সেন্টার গুলোতে উদ্যেক্তা নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে। বর্তমানে ডিজিটাল পোস্টঅফিস গুলো থেকে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের জনসাধারণ ডিজিটাল ডাক সেবা পেয়ে উপকৃত হচ্ছে । এছাড়াও ডাক বিভাগ পুরো চট্টগ্রামের ই সেন্টার গুলোতে “ উদ্যেক্তা নিয়োগের ” মাধ্যমে গ্রামীন যুব সমাজের বেকারত্বের হার ক্রমশঃ লাঘব করছেন বলে প্রতীয়মান হয়। উল্লেখ্য যে, বাংলাদেশ ডাক বিভাগের প্রশাসনাধীন পোস্টাল একাডেমী , রাজশাহী কর্তৃক মূল্যায়নপুর্বক সার্টিফিকেট প্রদানের মাধ্যমে গ্রামীন জনপদের যুব সমাজকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে ডিজিটাল পোস্ট অফিসের উদ্যেক্তারা নিরলস পরিশ্রম করে যাচ্ছে।
ডিজিটাল পোস্ট অফিস সেবাসমূহ
এজেন্ট ব্যাংকিং
কম্পিউটার ট্রেনিং
ডাক জীবন বীমা
অনলাইন শপিং
পরিকল্পনা ও বাস্তবায়নে: ডেপুটি পোস্টমাস্টার জেনারেল এর কার্যালয়, চট্টগ্রাম বিভাগ ।